রামপালে কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

প্রকাশঃ ২০২১-০৭-০১ - ০০:১৬
মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে দপ্তরটির কার্যালয়ে কৃষকদের মাঝে এ কৃষি সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃঞ্চা রানী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কৃষি পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন ও ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি।
২০২০-২১ইং অর্থ বছরে খরিপ-২/২০২১-২২ইং মৌসুমে রোপা আমন ধানের হাইব্রীড ও উফশী  বীজ এবং রাসায়নিক সার ব্যাবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক  ৮০জন কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।