রামপালে প্রাঃ বিদ্যালয়ের নির্মান কাজ ও রাস্তার উদ্বোধন তালুকদার আব্দুল খালেক এমপি…

প্রকাশঃ ২০১৮-০২-১৯ - ০১:০৮

সুব্র ঢালী, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপালে ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজ ও ৫টি নব নির্মিত রাস্তার উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট- ৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রবিবার সকালে সর্ব প্রথম সকাল সোনাতুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজ উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের আমলে সারাদেশ সহ রামপাল-মংলায় যে উন্নয়ন হয়েছে, তা অন্য কোন সরকারের আমলে হয়নি। ১৯৯১ সালের পূর্বে এক কথায় কোন পাকা রাস্তাই ছিলনা। আওয়ামী লীগ সরকারের আমলে এখন রামপালের প্রত্যেক ইউনিয়নের অলি গলি প্রায় সব পাকা হয়ে গেছে এবং যে টুকু বাকী আছে ,তা আগামীতে হয়ে যাবে বলে তিনি আশবাদ ব্যাক্ত করেন। এরপর তিনি পর্যায়ক্রমে কদমদী বামনডাহর সরকারী প্রাথমিক বিদ্যালয়, টাটেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, গিলাতলা পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়সন্ন্যাসী উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বড় সন্ন্যাসী হাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী ভবন নির্মান ও নতুন ভবনের নির্মান কাজের উদ্বোধন করেন। অপরদিকে নবনির্মিত ৫টি রাস্তা উদ্বোধন করেন। উজলকুড় ইউনিয়নে ২টি ও বাইনতলা ইউনিয়নে ৩টি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমান, চেয়ারম্যান নাজমুল কবির ঝিলাম, মোঃ আব্দুল্লাহ ফকির, গাজী আকতারুল আলম, মোহাম্মদ আলী, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তালুকদার মুজিবুর রহমান প্রমুখ।