রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর ” মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার”-এ অন্তর্ভূক্তির মাধ্যমে” বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার চত্তর থেকে শুরু করে মুড়াপাড়া বাজার হয়ে আনন্দ শোভাযাত্রাটি আবার উপজেলা চত্তর এলাকায় এসে শেষ হয়। পরে দুপুর ১২টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
আনন্দ শোভাযাত্রাতে অংশ নেন, নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান ভূইয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা নির্বাহী আফিসার আবু ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রূপগঞ্জ সাইদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিন, হাজী মোয়াজ্জেম হোসেন, ফেরদৌসী আকতার রিয়া, সেলিনা আকতার রিতা প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী গানে শিল্পীদের সাথে ” যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেত ফিরে মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির পিতা” যুগলে গাইলেন নারায়ণগঞ্জ-১, আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।
একি মঞ্চে স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো-নির্মূলন্দু গুণ এর কবিতা ” একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে; কখন আসবে কবি” আবৃতি করেন, সহকারী কমিশনার (ভূমি) রূপগঞ্জ সাইদুল ইসলাম।
এ আনন্দ শোভাযাত্রায় আরও অংশ নেন, উপজেলার প্রায় ২৬টি মাধ্যমিক স্কুল ও কলেজের অধ্যক্ষ শিক্ষকরা। উপজেলা প্রশাসনের এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রায় ২২জন কর্মকর্তাসহ ২৩ জন কর্মচারী।