রূপসায় স্কুলছাত্রী শিমলা হত‌্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশঃ ২০২০-১২-১৪ - ১৩:২৭

খুলনা অফিস : খুলনার রূপসা উপ‌জেলার সল্প বা‌হির‌দিয়া গ্রা‌মে স্কুলছাত্রী শিমলা খাতুন (১৪) হত‌্যা মামলায় মোঃ র‌নি হাওলাদার (১৯) না‌মের এক আসা‌মী‌কে যাবজ্জীবন কারাদণ্ডা‌দেশ দি‌য়ে‌ছে আদালত। আজ সোমবার (১৪ ডি‌সেম্বর) জেলা ও দায়রা জজ ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণাকা‌লে দণ্ডপ্রাপ্ত আসা‌মী আদাল‌তের কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌লেন। মামলায় রাষ্ট্রপ‌ক্ষের কৌশুলী ছি‌লেন জেলা পি‌পি এড. এনামুল হক।

দণ্ডপ্রাপ্ত আসা‌মী মোঃ র‌নি হাওলাদার রূপসা উপ‌জেলার গোয়াল বাধান এলাকার র‌বিউল হাওলাদা‌রের ছে‌লে। ‌ভিক‌টিম স্কুলছাত্রী শিমলা খাতুন রূপসা উপ‌জেলার সল্প বা‌হির‌দিয়া গ্রা‌মের সা‌রোয়া‌রের কন‌্যা। সে স্থানীয় এক‌টি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে ৯ম শ্রেনীর ‌শিক্ষার্থী ছি‌ল। এ মামলার চার্জশিটভুক্ত অপর আসা‌মী জ‌সিম (১৫) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদাল‌তে তার বিচারিক কার্যক্রম চল‌ছে।

হত‌্যাকা‌ন্ডের ঘটনায় আসা‌মী‌দের দেয়া ফৌজদা‌রি কার্যবি‌ধির ১৬৪ ধারার জবানব‌ন্দী সু‌ত্রে জানা গে‌ছে, প্রেমের প্রস্তাব প্রত‌্যাখ‌্যান করায় প‌রিক‌ল্পিতভা‌বে স্কুলছাত্রী শিমলা‌কে হাসুয়া ও ছু‌রি দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে অ‌ভিযুক্ত দুই আসা‌মী।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরনী থে‌কে জানা গে‌ছে, ২০১৬ সা‌লের ১১ ‌ডি‌সেম্বর রাত সা‌ড়ে ১০টার দি‌কে সা‌রোয়ার হো‌সেন কর্মস্থল থে‌কে ফেরার সময় বা‌ড়ির উঠা‌নে তার কন‌্যা শিমলার রক্তাক্ত দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে। তা‌কে দ্রুত উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক শিমলা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এঘটনার পর‌দিন শিমলার বাবা অজ্ঞাত আসা‌মী‌দের বিরু‌দ্ধে রূপসা থানায় মামলা দা‌য়ের ক‌রেন (নং ০৬)। মামলার তদন্তকর্মকর্তা ‌পি‌বিআই পু‌লিশ প‌রিদর্শক গোলাম রসুল ২০১৭ সা‌লের ৩০ আগস্ট দুইজন‌কে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। মামলার ২৭ জন স্বাক্ষীর ম‌ধ্যে ২৩ জ‌নের স্বাক্ষ‌্য আদাল‌তে প্রদান করা হয়।