রোহিঙ্গা ইসুতে শেখ হাসিনা বিশ্বে এক নাম্বার নেতৃত্বে পরিণত হয়েছেন: শিল্পমন্ত্রী

প্রকাশঃ ২০১৭-১০-২৭ - ২৩:৩৬

ঝালকাঠি প্রতিনিধি:: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আজকে দুনিয়ায় এমন কোন সরকার নেই যারা শেখ হাসিনার মতো একাধারে এতোগুলো কাজ করেছে। তার পরেও আওয়ামী লীগের নামে কোনো প্রচার হয় না। বিশ্বে দেড় শ’ রাষ্ট্র নায়কের মধ্যে দশম স্থান অধিকার করেছে। আর রোহিঙ্গা ইসুতে শেখ হাসিনা এক নাম্বার নেতৃত্বে পরিণত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের পাশে দাড়িয়েছেন। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

শুক্রবার বিকালে ঝালকাঠির নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো. ইউনুচ লস্কর প্রমুখ।