গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের সীমান্তবর্তী নড়াইলের লোহাগড়ায় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। তাকে বুধবার জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার ইতনা ইউপির চর সুচাইল মধ্যপাড়া থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ শেখ মোঃ নাঈম ওরফে নিয়াজ মোর্শেদ ওরফে জন (২৮) কে আটক করে লোহাগড়া থানায় সোপর্দ করে। আটক নাঈম ওই গ্রামের তৈয়েবুর শেখ ওরফে তোতা মিয়ার ছেলে। সে গোপালগঞ্জ, ঢাকার মীরপুর, যশোর ও গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় অবস্থান করে বিভিন্ন সময় বিভিন্ন নামে চোরাই মোটর সাইকেল ও ইয়াবা ব্যবসা এবং সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল বলে এলাকাবাসীর অভিযোগ।
এ ঘটনায় র্যাবের ডিএডি সোহেল মিয়া বাদী হয়ে রাতেই অস্ত্র আইনে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নাঈমকে বুধবার দুপুরে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।