শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় এক ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাবুল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। অগ্নিকান্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জানিয়েছেন।
এদিকে, আগুন নেভাতে গিয়ে উপজেলা ছাত্রলীগ কর্মী মো. সুমন ঘরামী (২৫) গুরুতর আহত হয়েছেন। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের পাইপের পানি আঘাত লেগে তার ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। তাকে খুলনা চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা বাবুল হাওলাদার জানান, আগুনে নিজের বসতঘরসহ তার বাড়ির দুই ভাড়াটিয়ার ঘর ও মালামাল পুড়ে গেছে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে শরণখোলা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে করে।
শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মিশফাকুল আলম বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের সময় স্বর্ণালংকার সহ কিছু মালামাল উদ্ধার করে পুলিশের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারকে হস্তান্তর করা হয়েছে।