শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়েছে রাবি রিপোর্টার্স ইউনিটি

প্রকাশঃ ২০১৭-১২-১৪ - ১৩:৩৬

রাবি প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ট সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে শ্রদ্ধা জানানো হয়।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে অবস্থিত নিজ কার্যালয় থেকে খালি পায়ে একটি পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিটি নিরবতা পালন করা হয়।

এরপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনায় ইউনিটির সাধারণ সম্পাদক হুসাইন মিঠু বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করে। পরাজয় নিশ্চিত জেনেও এই নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। এরপরও বাঙালিদেরকে দমিয়ে রাখতে পারেনি। এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমেই বিজয় অর্জিত হয়েছে।’

এসময় রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান, কোষাধ্যক শিহাবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।