শিয়ালীতে মন্দিরে হামলা লুটপাটের প্রতিবাদে বটিয়াঘাটায় মানববন্ধন

প্রকাশঃ ২০২১-০৮-১৮ - ১৯:২৮

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলার জেলার বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১১ টায় স্থানীয় থানা মোড়ে রুপসা উপজেলার শিয়ালী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ভাংচুর, ঘরবাড়ী-ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে ঘটনার সাথে জড়িত দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। হিন্দু মহাজোট বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ রায় ও যুব মহাজোটের উপজেলা সভাপতি সবুজ মিস্ত্রির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সিনিয়র সাংবাদিক অবঃ অধ্যাঃ এনায়েত আলী বিশ্বাস, অবঃ অধ্যাঃ গৌর পদ পাল, উপজেলা দলিত কমিটির সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী, যুব মহাজোটের জেলা শাখার আহ্বায়ক পরাগ গাইন। যুব মহাজোট উপজেলা আওয়ামীলীগ নেতা বিবেক বিশ্বাস, রামপ্রসাদ রায়, সিনিয়র সাংবাদিক আঃ হামিদ, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক কুমার সরকার,সহকারী শিক্ষক ননী গোপাল গোলদার, হিন্দু মহাজোট বটিয়াঘাটা উপজেলা শাখার সহ-সভাপতি মিলন মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বিপ্রদাস রায়, সাংগঠনিক সম্পাদক বুদ্ধদেব মন্ডল, সাংবাদিক নিখিলেশ গাইন, সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক রতন সাহা, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, সাংবাদিক নিতিশ বাছাড়, ইউপি সদস্য রবীন্দ্রনাথ বৈরাগী, রমা রানী মন্ডল, সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, আরতী রানী বৈরাগী, কিংকর রায়, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ নেতা হিরন্ময় রায়, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট মহিলা শাখার সভাপতি কানন মল্লিক, সাধারণ সম্পাদক বিউটি রাণী মন্ডল, চৈতালি মল্লিক, হিন্দু যুব মহাজোট জেলা শাখার সদস্য সচিব পরাগ রায়, হিন্দু মহাজোট নেতা রাজু হালদার, ফাল্গুনী গোলদার, রিপন রায়, নিত্যানন্দ বৈরাগী, যুবসংহতির উপজেলা সভাপতি অসীম কুমার মল্লিক, অরূপ রতন,হর প্রসাদ বিশ্বাস প্রমূখ । প্রতিবাদ সমাবেশে বক্তারা শিয়ালী এলাকা সহ সারা দেশে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, মূর্তি, বাড়িঘর ভাঙচুর, ও নারীদের শ্লীতাহানী ঘটনার সাথে জড়িত মূল হোতাদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান। পাশাপাশি সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় সহ সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রনয়নের জোর দাবি জানান।