খুলনা : শেখ আবু নাসের টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে আবাহনী ক্রীড়া চক্র। শুক্রবার আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২৮ রানে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করে আবাহনী ক্রীড়া চক্র নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন। মাত্র ৩৫ বলে ৪টি বাউন্ডারি ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে এ রান করেন। এছাড়া সুজন করেন ২০ রান। মোহামেডানের হয়ে ইলিয়াস সানী মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নেন। এছাড়া শুভ ২ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে ১২৪ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে জয়ন্ত মাত্র ২৪ বলে ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে এ রান করেন। এছাড়া আসলাম ১৯, আরাফাত ১৬ রান করেন। আবাহনীর হয়ে সিফাত ৪টি এবং রাহি ২ উইকেট নেন। বিজয়ী দলের রাহি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আনিসুর রহমান পপলু।