সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান

প্রকাশঃ ২০২২-০৮-০৭ - ২২:৪৮

বিজ্ঞপ্তি : সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজারের আবৃত্তি বিভাগের মাসিক আবৃত্তি অনুষ্ঠান “আমি মুক্ত জীবনানন্দ”- এর সূচনা আবর্তন ও রবীন্দ্র স্মরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কক্সবাজার পৌর প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আয়োজিত এই অনুষ্ঠান উৎসর্গ করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন,প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল এহসান,বিশিষ্ট সংস্কৃতিজন পরেশ দে এবং সংগঠনের সভাপতি খোরশেদ আলম। এসময় অতিথিরা বলেন -❝ রবীন্দ্রনাথ আমাদের সত্ত্বায় মিশে আছেন,রবীন্দ্রনাথকে অস্বীকার করা মানে বাঙালির শত বছরের কৃষ্টিকে অস্বীকার করা❞ অতনু দাশ ও সায়ন্তী ভট্টাচার্যের সঞ্চালনায় এই অনাড়ম্বর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি প্রশিক্ষক সায়ন্তন ভট্টাচার্য। এই আবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা পরিবেশন করেন শিল্পীরা।