সরকারী কর্মকর্তাদের স্বাস্থ্যবীমার আওতায় আনার বিষয়টি সরকার বিবেচনা করছে

প্রকাশঃ ২০১৮-০২-১৮ - ২০:৪৯

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, সরকারী কর্মকর্তাদের স্বাস্থ্যবীমার আওতায় আনার বিষয়টি সরকার অত্যন্ত সক্রিয়ভাবে বিবেচনা  করছে। আমাদের প্রতিবেশি দেশ সমূহ-সহ উন্নত বিশ্বে সরকারী কর্মকর্তরা বীমা সেবায় অর্ন্তভুক্ত থাকেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারী কর্মকর্তাদের বীমায় অংশ গ্রহণ করা উচিত। তিনি আরো বলেন, সরকারী কর্মচারীদের জন্য বীমার শর্তাবলী সহজ ও স্পস্ট করতে হবে।  রবিবার মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তাদের স্বাস্থ্য বীমা প্রনয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মল হক খানের  সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ আসাদুল ইসলাম।

পরে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সরকারী কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি সহায়তা অনলাইন সফট্যাওয়ার উদ্বোধন করেন।