সাঁথিয়াকে একক সংসদীয় এলাকা ঘোষনার দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ২০১৮-০৩-২৪ - ২০:০৯

ফারুক হোসেন,সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়া উপজেলাকে একক সংসদীয় নির্বাচনী এলাকা হিসেবে চুড়ান্ত ঘোষনার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকার সময় সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ একত্রতা ঘোষনা করেন। সকাল থেকেই উপজেলা প্রত্যান্ত অঞ্চল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ লোক জমায়েত হতে থাকে। মানববন্ধনে উপজেলার সকল রাজনৈতিক দলগুলো ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করে। মানববন্ধনটি উপজেলা পরিষদ ফটক থেকে সাঁথিয়া বাজার হয়ে সাঁথিয়া ডিগ্রি কলেজ পর্যন্ত বিস্তৃত ছিল। শুধুমাত্র সাঁথিয়া উপজেলাকে ৬৮, পাবনা-১ একক নির্বাচনী এলাকার দাবি করে আসছিল সাঁথিয়াবাসী। যার ফলশ্রুতিতে বাংলাদেশ নির্বাচন কমিশন সাঁথিয়া উপজেলাকে একক নির্বাচনী এলাকা হিসেবে খসড়া তালিকায় অন্তভুক্ত করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনেও সিমানা নির্ধারণী প্রক্রিয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন সাঁথিয়া উপজেলাকে একক নির্বাচনী এলাকা হিসেবে খসড়া তালিকায় অন্তভুক্ত করেছিলেন।
এতে সাঁথিয়া বাসী নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে এবং একক এলাকা চুড়ান্ত ভাবে বহাল রাখার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক উপজেলা চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন, ফাউন্ডেশনের সাঃ সম্পাদক ডাঃ মুনসুরুল আলম, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা বিএনপি’র সভাপতি কে, এম মাহবুব মোরশেদ জ্যোতি, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ আলমাস, শামসুর নাহার মুক্তা, ঢাকাস্থ সাঁথিয়া কল্যান সমিতির সভাপতি মুনসুর আলম, সম্পাদক মোশারফ হোসেন স্কাই , ঢাকাস্থ সাঁথিয়া কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুল হক প্রমুখ।