সাচিবুনিয়া টু নিজখামার রাস্তাটি এখন যেনো মরন ফাঁদ

প্রকাশঃ ২০২০-০৮-১৯ - ১৮:১৬
বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটার জলমা ইউনিয়নের সাচিবুনিয়া টু নিজখামার  রাস্তাটির  পিচের বিটুমিন ও ইটের সলিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল ও পথচারীদের জনদূর্ভোগ চরমে পৌঁছেছে।  বর্তমান বর্ষা মৌসুমে রাস্তাটি আরও মারাত্মক আকার ধারন করেছে । যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার জলমা ইউনিয়নের খুলনা-চালনা মহাসড়ক সংলগ্ন  সাচিবুনিয়া স্কুল হয়ে নিজখামার পর্যন্ত একমাত্র  চলাচলের রাস্তাটি পিচের বিটুমিন ও ইটের সলিং উঠে মরন ফাঁদে পরিণত হয়েছে ।উক্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, হাজার হাজার পথচারী ও শত শত বিভিন্ন ধরনের যানবাহন ঝুঁকির মধ্য দিয়ে চলাচল করছে । জায়গায় জায়গায় বড় বড় গর্ত ও জলাশয়ের সৃষ্টি হওয়ায় পথচারীদের চলাচলে দূর্ভোগ চরমে পৌঁছেছে। স্কুল -কলেজগামী ছাত্রছাত্রীরা তাদের পরিধেয় কাপড় নোংরা করে বাড়ীতে ফিরছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশংকা করছে এলাকার সচেতন মানুষ । দুর্ঘটনা এড়াতে এলাকার সর্বস্তরের মানুষ সংশ্লিষ্ট দপ্তরের উদ্ধতর্ন কতৃর্পক্ষের কাছে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।