সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ফুলতলা পূজা পরিষদের প্রতিবাদ সভা

প্রকাশঃ ২০২১-০৩-২৫ - ২৩:০০

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সুমানগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর বর্বর হামলা, ভাংচুর ও লুটপাট করার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার রাত ৯টায় দামোদর সাহাপাড়া রাধা গোবিন্দ মন্দির চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের সভাপতি গৌরহরি দাসের সভাপতিত্বে এবং বিশ্বনাথ মন্ডলের পরিচালনায় বক্তৃতা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক গৌতম কুন্ডু, পূজা পরিষদ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মৃনাল হাজরা, প্রেসক্লাব সভাপতি ও প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, জেলা নেতা প্রনব বসু, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, দীপ্তি রানী দত্ত, শেখর সুর, ডাঃ বিকাশ চন্দ্র রায়, শিক্ষক বিজয় কৃষ্ণ হালদার, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, সরোজ সাহা, চন্দন কুমার কুন্ডু, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মনিরুল ইসলাম মোড়ল, জামিরা রোড পূজা কমিটির সভাপতি রনজিৎ কুমার বোষ, সুমন নাগ, অনুপ কুমার বিশ্বাস, বিপ্লব কুমার রায়, বিদ্যুৎ স্বর, সীতা রায়, রাজকুমার বিশ্বাস লিটু প্রমুখ। নেতবৃন্দ অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানান।