সুন্দরগঞ্জের ৪৭জন গরীব মোধাবি ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ

প্রকাশঃ ২০২০-০৮-২৪ - ২১:২২

আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭ জন মাধ্যমিক স্তরের গরীব মেধাবি ছাত্রীর মাঝে ২৪ আগস্ট সোমবার উপজেলা পরিষদ আবাসিক চত্বরে সাইকেল বিতরণ করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর সাইকেল বিতরণ করা হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, উপজেলা প্রকৌশলী আবুল মুনছুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, উপ-সহকারি প্রকৌশলী তপন কুমার সরকার, মাহবুবুর রহমান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুকন্যা বিশ্বরতœ শেখ হাসিনার নেতৃত্বে সরকার দূযোগ মোকাবেলায় ব্যাপকভাবে সফল হয়েছে ডিপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি