আবু হোসাইন সুমন, মোংলা : মোংলার সুন্দরবনের জোংড়া খাল এলাকা থেকে বস্তাবন্ধী অচেতন এক নারীকে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। অজ্ঞাত ওই মহিলাকে উদ্ধারের পর কিছুটা চেতন ফিরে পেলে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাফিউল হাসান। জেলেরা জানান, মোংলার গোলবুনিয়া গ্রামের ফারুক ফরাজী (৩০)সহ কয়েকজন জেলে সোমবার দুপুরে পশুর নদী সংলগ্ন সুন্দরবনের জোংড়া এলাকায় মাছ ধরতে যান। যাওয়ার সময় তারা নদীর তীরে বনের পাশে একটি বস্তা দেখতে পান। তারা পরবর্তীতে বিকেলে আবারো একই জায়গায় সেই বস্তাটি পড়ে থাকতে দেখে আশপাশের অন্যান্য জেলেদের খবর দেন। পরে সন্ধ্যায় তারা একত্রিত হয়ে বস্তার কাছে গিয়ে মুখ খুলে দেখতে পান ভিতরে একজন মহিলা রয়েছে। মৃত ভেবে বস্তাবন্ধী অবস্থায় মহিলাকে উদ্ধার করে প্রথমে জয়মনি এলাকায় নিয়ে আসেন। এরপর সেখানে একজন গ্রাম্য ডাক্তার মহিলাকে দেখেশুনে জীবিত আছে বলার পর জেলেরা তাকে রাতে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথে ওই মহিলার চেতন হলেও শুধু নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারছেন না। শুধু চারিদিকে তাকিয়ে থাকছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রাফিউল হাসান বলেন, উদ্ধার হওয়া মহিলা শুধু তার নামটুকু বলতে পারছেন, নাম বলছেন রাশিদা (৪০)। আর কিছু বলতে পারছেন না। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এবং বাগেরহাট সিভিল সার্জনকে বিষয়টি জানানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সিভিল সার্জন তাকে বাগেরহাট পাঠাতে বলেছেন। কিন্তু রাশিদার সাথে কোন লোকজন ও আত্মীয় স্বজন না থাকায় এখনও কেউ তাকে সেখানে নেয়ার ব্যবস্থা করতে পারছে না। পুলিশ খবর পেয়ে হাসপাতালে আসলেও তারা এর দায়িত্ব না নিয়ে কৌশলে এড়িয়ে গিয়েছেন। জেলে ফারুক ফরাজী বলেন, বস্তার মধ্যে ওই মহিলা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ছিল। তবে তিনি স্থানীয় নয় স্থানীয় হলে লোকজন চিনতে পারতো। কেউ দূর থেকে এনে ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।