সুন্দরবনে থেকে মৃত ডলফিন উদ্ধার

প্রকাশঃ ২০২১-০৩-১২ - ১৭:৩২

শরণখোলা : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর চরে একটি মৃত ডলফিন পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এক ব্যক্তি ভোলার চরে শুশুক প্রজাতির ওই ডলফিনটি দেখে বনবিভাগকে খবর দেন। পরে বনরক্ষী ও ডলফিন সংরক্ষণ কমিটির সদস্যরা মৃত ডলফিনটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যান। বনবিভাগ জানায়, বিকেলে সাড়ে পাঁচটার দিকে নমুনা সংগ্রহের পর রেঞ্জ অফিসের কাছাকাছি বনে মাটিচাপা দেওয়া হয়েছে ডলফিনটি। মৃত ডলফিনটির দৈর্ঘ্য চার ফুট, প্রস্থ দুই ফুট দশ ইঞ্চি এবং ওজন প্রায় ৩০ কেজি। শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, দুপুর ২টার দিকে ফেরদৌস মোল্লা নামের এক নৌকা চালক ভোলা নদীর চরে মৃত ডলফিনটি দেখে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বনরক্ষী ও শরণখোলা ডলফিন সংরক্ষণ কমিটির দলনেতা আবুল আসলাম তুহিন বয়াতির নেতৃত্বে দলের সদস্যরা মৃত ডলফিনটি উদ্ধার করেন। এসিএফ জানান, মৃত ডলফিনটি শুশুক প্রজাতির। কিভাবে ডলফিনটি মারা গেল তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে, ডলফিনটির শরীরের কোথাও কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।