খুলনা অফিস : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে, পূর্ব সুন্দরবনের জোংড়া খালে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত টহলে বের হলে বনদস্যু খালেক বাহিনী তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময়, র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে দস্যুরা পালিয়ে যায়। পরে, ঘটনাস্থল থেকে দুই বনদস্যুর মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, মেহেরপুর সদরে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ জানায়, রাত তিনটার দিকে সদর উপজেলার গোভিপুর এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হয়। পরে, হামিদুল ইসলাম নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
মাদক ভাগাভাগি নিয়ে দু’পক্ষের মধ্য এই সংঘর্ষ হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়।