আবু হোসাইন সুমন, মোংলা : সুন্দরবনের গহীন অভয়ারণ্যের মরা পশুর এলাকায় আইন অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৯ জেলেকে আটক করেছে চাদপাই নৌ থানা পুলিশ। মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে নগদ দুই হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে।
চাদপাই নৌ থানার অফিসার ইনচার্জ মো: আবুল হোসেন শরিফ ও এসআই মো: শাহ আলম জানান, আইন অমান্য করে কতিপয় জেলে বনের মরা পশুর খালের অভয়ারণ্যে মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় মাছ শিকাররত অবস্থায় ৯ জেলেকে আটক ও তাদের ব্যবহৃত ৩টি নৌকা এবং বেহেন্দী জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের শুক্রবার বিকেলে মোংলায় আনার পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রবিউল ইসলাম মোবাইল কোর্ট বসিয়ে প্রত্যেক জেলেকে নগদ ২ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১ মাস করে কারাদন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন মোংলার শেখ সিরাজুল (২৫), বাগেরহাটের রামপালের আলী আহম্মদ শেখ (৫৫), শেখ লাভলু (৩৮), শেখ কামরুল (৩০), মোকসেদ আলী (৫০), জাহাঙ্গীর শেখ (৫৫), হাবিবুল্লাহ শেখ (২২), তাজুল ইসলাম (২৫) ও খানপুরের শেখ মোশারেফ (৫০)।