সৌন্দর্য কে ধরে রাখতে হলে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে

প্রকাশঃ ২০২১-০২-১৪ - ১৪:৩২

বটিয়াঘাটা প্রতিনিধি : জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনে প্রকৃতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বসন্ত এসে গেছে। প্রাকৃতিক অপরুপ লীলাভূমির দেশ বাংলাদেশ। এই সৌন্দর্যকে ধরে রাখতে হলে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।তাহলেই ষড়ঋতু পরিবর্তন হবে না।তিনি গতকাল শনিবার সকাল দশটায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গোপালখালী রানা রিসোর্টে ফাগুনের অভিবাদন ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর স্বাগত বক্তৃতা ও বেতার উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিসি পত্নী অধ্যাপিকা আমেনা হেলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল, এ) শাহানাজ পারভীন, উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, রুপসা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, ডুমুরিয়া নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, দাকোপ নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস, কয়রা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, ফুলতলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, পাইকগাছা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, তেরখাদা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, দিঘলিয়া নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম, সহকারী কমিশনার (ভূমি) রুলি বিশ্বাস, ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্ত্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, সমাজসেবা কর্মকর্তা অমিত কান্তি সমাদ্দার, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, শেখ হাদীউজ্জামান হাদী, ইসমাইল হোসেন বাবু, গোলাম হাসান, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পত্নী এবং পরিবারবর্গ।অনুষ্ঠানে বিশটি ষ্টল প্রদর্শিত হয়।অনুষ্ঠানের শুর থেকেই বেতার ও টেলিভিশনের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বেলুন উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।