হরতালে বাগেরহাটে মাঠে নাই বিএনপি-জামায়াত, আ’লীগের শান্তি সমাবেশ

প্রকাশঃ ২০২৩-১০-২৯ - ১৪:১৮

বাগেরহাট প্রতিনিধি : বিএনপি জামায়াতের ডাকা হরতালে বাগেরহাটে তেমন কোন প্রভাব পড়েনি। রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে হরতাল বাস্তবায়নে বাগেরহাটে বিএনপি জামায়াতের তেমন কোন কর্মসূচি দেখা যায়নি। সকাল থেকেই বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে খুলনা সহ বিভিন্ন রুটে বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে বাগেরহাট থেকে সরাসরি ঢাকা ও চট্টগ্রামগামী কোন বাস ছেড়ে যায়নি। বিশৃঙ্খলা এড়াতে পুলিশকেও কঠোর অবস্থানে দেখা গেছে। বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সকালে শহরের দশানী ট্রাফিক মোড়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়। সেখানে পথসভায় জামায়াত বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েশী আশরাফী জেমস প্রমুখ। বক্তারা বলেন, দেশের মানুষ বিএনপি জামায়াতের নৈরাজ্য মেনে নেয় না। বাগেরহাটের মানুষ শতস্ফুর্ত ভাবে বিএনপি জামায়াতের হরতাল প্রত্যাখান করেছেন। দেশের মানুষের জানমাল রক্ষায় আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে। আমরা শান্তির পক্ষে। বাগেরহাট বাস মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, সকাল থেকে স্হানীয় বিভিন্ন রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যায়নি। বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দিচ্ছে। গতকাল রাতে আমাদের নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে আওয়ামী লীগের লোক জন। পুলিশ বাড়ি বাড়ি যেয়ে তল্লাশি করেছে।