হরিণটানায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ২০২১-০৯-২১ - ১৬:৪৩

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানাধীন ঘোলা গ্রামে পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমির উপর দখলবাজির পায়তারা ও হামলা-মামলা এবং ভিভ্রান্তিমূলক মিথ্যা সংবাদের প্রতিবাদে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ’লীগ নেতা নিত্যানন্দ বৈরাগী, ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হরিচাঁদ মহালদার, মনোরঞ্জন মহালদার, রনজিত মন্ডল, মনোরঞ্জন বৈরাগী, অমল মন্ডল, মৃন্ময় মল্লিক, পলাশ বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, লেবানন বিশ্বাস, প্রমুখ। বিধান সড়ক বাজার চত্বরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যপাঠ করেন ভুক্তভোগী শেখর চন্দ্র বিশ্বাস। সে বাংলাদেশ নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য। তিনি বলেন, পৈত্রিকসুত্রে প্রাপ্ত ৫০ বছরের অধিককাল ধরে হিস্যানুযায়ী শান্তিপূর্ণভাবে ভোগ দখলীয় এজমালি বসতবাড়ির সস্পত্তি নিয়ে প্রতিপক্ষ নবমিকা ও কৃষ্ণপদের সাথে বিরোধ চলছে। সম্প্রতি ওই সম্পত্তি অবৈধভাবে দখলের পাঁয়তারা করছে তারা। এনিয়ে হরিনটানা থানায় (৩৩৮/২১ নং) একটি জিডি ও জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে (১০৭/১১৭ ধারা) একটি মামলা করা হয়। কিন্তু সমাজের কিছু কুচক্রি ও স্বার্থেন্বেষী ব্যাক্তির প্ররোচনায় আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রদানের মাধ্যমে গত ১৮ সেপ্টেম্বর স্হানীয় একটি প্রেসক্লাবে ওই মনগড়া সাংবাদিক সম্মেলন করে।তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।