হাবিবুন নাহারকে আ’লীগের প্রার্থী ঘোষণার দাবীতে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ২০১৮-০৪-১১ - ১৬:২৩

আবু হোসাইন সুমন, মোংলা : আসন্ন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক আওয়ামী লীগের প্রাথী মনোনীত হওয়ায় জাতীয় সংসদের বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বইছে উপ-নির্বাচনের হাওয়া। এ আসনে কে হবেন আওয়ামী লীগের প্রার্থী তা নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। এ অবস্থায় বুধবার সকাল ১১ টায় মোংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেক পত্নী সাবেক সাংসদ বেগম হাবিবুন নাহারকে বাগেরহাট-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণার দাবী জানানো হয়েছে। মোংলাবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী সাহাবুদ্দিন রাজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে মোংলা-রামপালে বিগত বছরগুলোতে তালুকদার আব্দুল খালেক ও তার পত্নী হাবিবুন নাহার ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে উপ-নির্বাচনে সাবেক সাংসদ হাবিবুন নাহারকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত করতে দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানানো হয় এ সংবাদ সম্মেলনে। একই সাথে তালুকদার আব্দুল খালেককে কেসিসির মেয়র প্রার্থী মনোনীত করায় দলীয় প্রধানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। এ সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।