হাসপাতালের সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

প্রকাশঃ ২০১৮-০১-১৭ - ২১:২২

রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। বুধবার হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: একেএম কামরুল ইসলাম বেনু। সভা সঞ্চালনা করেন সনাক যশোরের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক সুকুমার দাস।

হাসপাতালে সনাক যশোর কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও হাসপাতালের বর্তমান অবস্থা তুলে ধরেন সনাক, যশোরের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক এ্যাড: মোয়াজ্জেম হোসেন চৌধুরী। বক্তব্য দেন সনাক’র সাবেক সভাপতি প্রফেসর ড: মুস্তাফিজুর রহমান, সনাক সদস্য অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম, হাসপাতালের সহকারী পরিচালক ডা: আব্দুর রউফ, ডা. এএইচএম আব্দুর রউফ।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. এনকে আলম, ডা. আক্তারুজ্জামান, সনাক সদস্য অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, ডা. শেখ মোহাম্মাদ আলী, ডা. আশিকুজ্জামান, ডা. হাসান আব্দুল্লাহ, উপসেবা তত্ত্বাবধায়ক রওশানারা বেগম, ওয়ার্ড মাস্টার ওবাইদুল ইসলাম, ফার্মাসিস্ট রতন কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার এ. এইচ. এম. আনিসুজ্জামান।