আবু হোসাইন সুমন, মোংলা : ভারতের কারাগারে দীর্ঘ ৮ মাস ধরে আটক বাংলাদেশী ৮ নাবিকের দ্রুত মুক্তি ও ল্যান্ডিং পাস নিশ্চিকরণসহ ১৮ দফা দাবীতে মোংলায় সমাবেশ করেছে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌপ্রটোকলভুক্ত চলাচলকারী কার্গো জাহাজের মাস্টার, ড্রাইভার ও নাবিকেরা। বৃস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ প্রটোকল চলাচলকারী মাস্টার ড্রাইভার আদর্শ নাবিক কল্যাণ একতা সমিতির কেন্দ্রীয় (নারায়ণগঞ্জ,ঢাকা) সাধারণ সম্পাদক মো: ফিরোজ আলম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সাধারণ সম্পাদক মো: মামুন হাওলাদার বাদশা, কার্গো জাহাজ মাস্টার মো: কেরামত আলী, মো: রবিউল ইসলাম, রিয়াজুল আলম ও মো: জিয়া। সমাবেশে কেন্দ্রীয় নেতা ফিরোজ আলম বলেন, গত ২৪ মার্চ এম,ভি শ্যামলী-০২, এম,ভি অনন্ত মোবিন, এম,ভি বিউটি অব নদীয়া ও এম,ভি মাস্টার রাতুল-০২ নামক কার্গো জাহাজ ভারতের হলদিয়া বন্দরে যাওয়ার পর ল্যান্ডিং পাস না থাকায় ওই ৪ জাহাজের ৮জন নাবিককে আটক করে সেখানকার পুলিশ। এরপর থেকে তারা সেখানে কারাভোগ করছেন। নিয়ম অনুযায়ী মালিকপক্ষ তাদেরকে ছাড়িয়ে আনার কথা থাকলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তাদেরকে ছাড়িয়ে আনা হয়নি। সুতরাং ডিসেম্বর মাসের মধ্যে ভারতের কারাগারে থাকা বাংলাদেশী ৮ নাবিককের মুক্তি না হলে সংশ্লিষ্ট ওই ৪টি কার্গো জাহাজ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হবো। মুলত এদেশের নাবিকদের ভারতের প্রশাসন ল্যান্ডিং পাস না দেয়ায় নৌযান ষ্টাফরা সেখানে প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছেন। তাই হলদিয়া বন্দরে নামার ল্যান্ডিং পাস, হলদিয়া বন্দরে ওঠানামার জন্য ট্রলারের ব্যবস্থা, কলকাতা-হলদিয়ায় বজবজসহ সকল পয়েন্টে ল্যান্ডিং পাস নিশ্চিত করণ, নামখানায় অসুস্থ্য ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থাসহ ১৮ দফা দাবী ডিসেম্বর মাসের মধ্যে মানা না হলে পরবর্তী সমাবেশে মধ্যদিয়ে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌপ্রটোকলভুক্ত আর্ন্তজাতিক এ রুটে নৌযান (কার্গো জাহাজ) চলাচল বন্ধ করে দেয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন নেতৃবৃন্দরা।