ঝালকাঠি প্রতিনিধিঃ আগামী বছরের ১ জানুয়ারি ঝালকাঠি জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ ডিসি অফিস সম্মেলন কক্ষে ‘বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় নির্ধারণ’ শীর্ষক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভিও:
জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন ও সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন।
বাল্যবিবাহের হাত থেকে কিশোর-কিশোরীদের রক্ষা করার জন্য সভায় জেলা সদর থেকে গ্রাম পর্যায় পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করা, সংশ্লিষ্ট কমিটিকে সক্রিয় করাসহ ছয় মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদফতরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, মিডিয়াকর্মী, কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি এবং স্বর্ণ কিশোরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।