মোংলা প্রতিনিধিঃ বন্ধ তেলবাহী জাহাজ চালু, ভারত ও বাংলাদেশের কারাগারে আটক নৌযান শ্রমিকদের নি:শর্ত মুক্তি, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, নৌ পথে নিরাপত্তা ও কর্তৃপক্ষের দুর্নীতি-অনিয়ম বন্ধসহ ২১ দফা দাবীতে মোংলায় আন্দোলন সংগ্রাম শুরু করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শীঘ্রই ২১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে রবিবার দুপুরে শ্রম কল্যাণ সড়কস্থ সংগঠনের কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ প্রদর্শন শেষে দাবী আদায় ও বাস্তবায়নের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা। পরবর্তীতে সংগঠন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: বাহারুল ইসলাম বাহার ও সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনভুক্ত ১১টি সংগঠন এ আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেছেন বলে জানিয়েছেন নৌযান শ্রমিক নেতা আবুল কাশেম মাষ্টার। তিনি আরো বলেন, আগামী ২৩ জুলাইয়ের মধ্যে সকল দাবী মেনে না নেয়া হলে ওই দিন দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে নৌযান ধর্মঘটের মাধ্যমে কঠোর কর্মসূচী পালন করা হবে।