৫ দফা দাবিতে গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পথসভা

প্রকাশঃ ২০২০-০৮-১৩ - ২০:১২

আশরাফুল ইসলাম, গাইবান্ধা : করোনাকালিন সময়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি-ফি মওকুফ, পর্যাপ্ত আয়োজন ছাড়া অনলাইন ক্লাস বাতিলসহ ৫ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বিভিন্ন মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাস। সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ- সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, অর্থ স¤পাদক মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমুখ।

বক্তারা বলেন, করোনাকালিন সময়ে শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফে রাষ্ট্রীয় বরাদ্দ, অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরি করে সরকারের পক্ষ থেকে এবং স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের উদ্যোগে তাদেরকে এককালিন আর্থিক সহযোগী প্রদান, একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি-ফি ও শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি মওকুফের দাবি জানান। বক্তারা আরও বলেন, পর্যাপ্ত আয়োজন ছাড়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস বাতিল, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিল, গাইবান্ধা জেলায় করোনা ল্যাব স্থাপন, বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতসহ সকল প্রকার রাষ্ট্রায়ত্ত্ব সেবাসমূহ নিশ্চিত করারও দাবি জানান।