৭ দিনের লকডাউন বাস্তবায়নে মোংলায় পুলিশের পাশাপাশি নামছে কোস্টগার্ড ও নৌ বাহিনী

প্রকাশঃ ২০২১-০৭-০১ - ০০:০৪
মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে মোংলায় নামছে পুলিশের পাশাপাশি নৌ বাহিনী ও কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে আগামী সাতদিন পর্যন্ত তারা মাঠে থাকবেন। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বুধবার সন্ধ্যায় জানান, লকডাউন বাস্তবায়নে বৃহস্পতিবার ভোর থেকেই দুই প্লাটুন নৌ বাহিনী নামানো হচ্ছে। এছাড়াও কোস্টগার্ড, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক থাকছে। লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
তবে পুরোপুরি স্বাস্থ্য বিধি মেনে মোংলা বন্দরের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।
এর আগে এখানে গত ৩০ মে ৩০ জুন পর্যন্ত পাঁচ দফায় কঠোর বিধি নিষেধ দেওয়া হয়।