অভয়নগরে দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রকাশঃ ২০২৫-০৩-০১ - ১৯:২১

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় লাবণ্য জামান(১৫) নামের এক দশম শ্রেণীর পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী উপজেলার বাঘুটিয়ার ইউনিয়নের বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী। শুক্রবার দুপুরে ওই শিক্ষার্থীর চাচা মোস্তফা জামান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিবাদীরা হলেন পাচুরিয়া গ্রামের হাসেম সরদারের ছেলে রবিউল সরদার(৫০)। রবিউল সরদারের ছেলে মিজু সরদার(২৮) ও নয়ন সরদার (২৩)।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগির পিতা কামরুজ্জামান জানান , গত ২৭ শে ফেব্রুয়ারি সকাল ১০ টার সময় বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী অনুষ্ঠানের কথা বলে বের হয় লাবণ্য। বিকাল হয়ে গেলেও তার কোন খোঁজ না পেয়ে নিকটস্থ সকল স্থানে খোঁজ করতে থাকি। খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারি আমার মেয়ে স্কুলের বিদায় অনুষ্ঠানের শেষে বাড়ি ফিরছিলো।এসময় বিকাল ৪টার দিকে পাচুড়িয়া গ্রামের রবিউল সরদারের দুই ছেলে মিজু সরদার(২৮) ও নয়ন সরদার(২৩)আমার এক মাত্র মেয়ে লাবণ্যকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে কোন উপায় না পেয়ে আমার ছোট ভাই মোস্তফা জামান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ২৮ এ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরের থেকেই আমার পরিবারসহ মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বিবাদীরা। এখনো পর্যন্ত আমার মেয়ের কোন খোঁজ পায়নি।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল আলিম জানান,অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।