তথ্য বিবরণী : বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্বের উদ্বোধন বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় মহিলা ক্রীড়া কমেপ্লেক্স সোনাডাঙ্গায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মিসেস ফারহানা বিনতে আজিজ, জাতীয় ক্রীড়া পরিষদ বিভাগীয় কর্যালয়ের উপ-পরিচালক মো: আবুল হাসেম হাওলাদার। সভাপতিত্ব করেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মিসেস হোসনে আরা খান। এসময় বিভাগের নয়টি জেলার খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী চারটি ইভেন্টে মোট নয়টি জেলা বাছাই পর্বের খেলায় অংশগ্রহণ করবে।