স্থানীয়রা জানায়, দুপুরে বোদা উপজেলায় এক স্বজনের বাড়িতে দাওয়ার খাওয়ার পর স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তাইজুল। ফেরার পথে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে পৌছালে পেছন দিক থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এ সময় সড়কের উপর ছিটকে পড়ে তাইজুল ও তার স্ত্রী সন্তান। ট্রাকের চাকা তাইজুলের মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। তবে তার স্ত্রী সন্তানের তেমন কোন ক্ষতি হয়নি। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশ। তবে চালক পালিয়ে যায়।