মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় ৪ যুবক দাঁড়াল কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে। ভয়াবহ করোনা দুর্যোগে ৬মে সকালে উপজেলার বারআউলিয়া ডাঙ্গাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তার উদ্যোগ নেয় স্থানীয় চার যুবক। জানাগেছে, মির্জাপর ইউনিয়নের বারআউলিয়া এলাকার যুবক ধরনী কান্ত বর্মন, ফয়সাল কবির, বাবুল ইসলাম ও আব্দুর রাজ্জাক একত্রে ব্যক্তিগত তহবিল জমিয়ে খাদ্য সহায়তার উদ্যোগ নেয়। আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় মির্জাপুর ইউ’পি চেয়ারম্যান মো: ওমর আলী, বিদ্যালয়টির প্রধান শিক্ষক কেশব চন্দ্র বর্মন, শিক্ষক মো: খালেকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় দু শতাধিক মানুষকে চাল, ডাল, আলু, তেল ও সাবান সম্বলিত খাদ্য সামগ্রী সহায়তা করা হয়।