চৌগাছায় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২৩-০৪-০৬ - ১৬:৪৩

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতারণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা আসাবো আওয়ামী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সামনে ৪নং কাউন্সিলর সিদ্দিকুর রহমানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করার সময় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজার জেনারেল (অবঃ) বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিংহঝুলি ইউনিয়ন চেয়ারম্যান হামিদ মল্লিক, জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, স্বরুপদাহ ইউনিয়ন চেয়ারম্যান নুরুল কদর, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ধুলিয়ানী ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুর রহমান, শহিদুল মিয়া, সাইফুর রহমান বাবুল, মাস্টার তারিকুল ইসলাম, শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, আনিচুর রহমান, আরিব হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং উপস্থিত ছিলেন।