মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারীতে স্থাপিত শুভ ডায়াবেটিস হাসপাতাল চালু বিষয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা’র সভাপতিত্বে রোববার (৭ জুন) উপজেলা পরিষদের সভাকক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। প্রায় চার বছর আগে সাবেক আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ হোসেন আটোয়ারীতে ডায়াবেটিস হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহন করেন। তাঁর উদ্যোগকে সাড়া দিয়ে উপজেলার ছোটদাপ গ্রামের আলহাজ্ব মোঃ রিয়াজুল ইসলাম (রিন্টু) ডায়াবেটিস হাসপাতালের নামে উপজেলার বড়দাপ পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পাঁকা রাস্তা সংলগ্ন ২৫ শতক জমি দান করেন। উল্লেখ্য যে, জমি দাতা রিন্টু’র একমাত্র কলেজ পড়ুয়া ছেলে এস.এইচ শুভ ঢাকার এক কলেজে লেখাপড়া করতো। সেসময় শুভ বন্ধুদের সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে শিক্ষা সফরে গিয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। শুভ’র স্মৃতি বহন করার জন্যই হাসপাতালটির নামকরণ করা হয়েছে “শুভ ডায়াবেটিক হাসপাতাল” এমনটা জানান জমিদাতা আলহাজ্ব মোঃ রিয়াজুল ইসলাম (রিন্টু)। প্রায় চার বছর আগে হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি ও জাসদ নেতা নাজমুল হক প্রধান। ডায়াবেটিস হাসপাতালটি মুজিববর্ষে চালু করণের লক্ষ্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে পরামর্শমুলক বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো: নুর বক্ত, রাধানগর ইউ’পি চেয়ারম্যান আবু জাহেদ, মির্জাপুর ইউ’পি চেয়ারম্যান মো: ওমর আলী, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, ধামোর ইউ’পি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নজরুল ইসলাম সহ গণমাধ্যমকর্মীগণ। আলোচনা শেষে আগামী ১২ জুন বেলা তিন ঘটিকায় শুভ ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সিদ্ধান্ত গৃহীত হয়।