সাঁথিয়া, পাবনাঃ বুধবার পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুদ দাইনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ, জেলা পরিষদের সদস্য শামসন্নাহার মুক্তা, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ হাসান ইনাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান, সাংগঠনিক সম্পাদক আঃ জলিল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম রঞ্জু, সাঁথিয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।