ফুলতলার আলকা মিলনী স্কুলের সভাপতি হলেন আইয়ান জুট মিলের পরিচালক রাজীব ভুঁইয়া

প্রকাশঃ ২০২২-০৯-০৮ - ২০:৪৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// আইয়ান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি মোহাম্মাদ জহির উদ্দিন রাজীব ভুঁইয়া ফুলতলার আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার এস এম কামরুজ্জামান এর সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের সর্ব সম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন। পরে নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ জহির উদ্দিন রাজীব ভুঁইয়ার নেতৃত্বে দুপুরে ইউএনও কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন ও ইউএনও সাদিয়া আফরিনকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ বাবুল শেখ, মোঃ ওলিয়ার রহমান, মোঃ রাসেল, মোঃ কবির জমাদ্দার, সংরক্ষিত মহিলা প্রতিনিধি মনিরা বেগম, শিক্ষক প্রতিনিধি বাসুদেব শীল, শ্যামপদ মন্ডল ও আছোরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।