গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ভিবিডির র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৫-০৪-১১ - ১৭:৪৫

নিজস্ব প্রতিবেদক: জনসাধারণের মধ্যে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খুলনা জেলার আয়োজনে র‍্যালি শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি নগরীর খলিল চেম্বার মোড় থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। এতে অংশ নেয় ভিবিডি খুলনা জেলার এক ঝাঁক পরিবেশ সচেতন তরুণ-তরুণী।

এই আয়োজনে উপস্থিত ছিলেন ভিবিডি খুলনা জেলার জেনারেল সেক্রেটারি জান্নাতুল ফেরদৌসী মিতি, পিআর ও মাহিম, এইচআর ও তাহমিদ সহ অনেক ভলান্টিয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন আকাশ, মিশুক, অর্নব, হাবিবুর, রাতুল, মিনহাজুল সহ আরও অনেকেই।

উল্লেখ্য, ভলান্টিয়ার ফর বাংলাদেশ একটি অরাজনৈতিক যুব সংগঠন, যার শাখা দেশের ৬৪টি জেলায় রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সম্পৃক্ত করতে ভিবিডি নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।