বিজ্ঞপ্তি : মহামারী করোনা ভাইরাসের কারনে কষ্টে ফসল করা সোনার ফসল ধান কাটতে না পারায় কেটেদিল বটিয়াঘাটা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের অামতলা গ্রামের কৃষ্ণপদ রায়ের চাষকরা পাকা ধান কাটতে পারছিলেন না সংবাদ জানতে পেরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার তার পাকা ধান কেটে দেয়। এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাবেক,ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, খুলনা জেলা ছাত্রলীগনেতা শশাংক রায়, অর্জূন সরকার বলাই, সহ-সম্পাদক শেখ ইব্রাহিম, সহ-সম্পাদক শফিকুজ্জামান বুলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা রামকৃষ্ণ রায়,শেখ আমিনুল ইসলাম গোপাল রায,নাজমুল শেখ, শেখ মোহাম্মদ চান,মোহাম্মদ রাসেল সরদার, মাহবুর রহমান মাহবুব, উজ্জ্বল রায়,আনন্দ সরকার লাবন্য রায়, শেখ মোঃ রুবেল, সোহাগ শেখ প্রমুখ।