ওয়াসিক রাজিব, দিঘলিয়া : শনিবার রাত দশ টার পরে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন এ ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল এর গ্রুরুপ এবং উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক জোট সরকারের র্নিযাতনের শিকার মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডুর সমথকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। স্হানীয় দের সাথে কথা বলে যানা যায় ঢাকায় আওয়ামিলীগ এর চেয়ারম্যান প্রাথিদে নাম ঘোষণা করার পরপর গাজীহাটে উত্তেজনা ছড়িয়ে পড়ে এতে বতমান চেয়ারম্যান হেলাল এর লোকজন চেয়ারম্যান প্রত্যাশি ঠান্ডু মোল্লার সমথর্ন কারিদের উপর হামলা চালায়।হামলায় বামনডাঙ্গার নজরুল শেখ এর দোকান ভাংচুর করে এবং কালার টিভি সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডোমরা ২ নং ওয়াড আওয়ামিলীগ এর সা সম্পাদক নারায় রায় এর দোকান ভাংচুর করে। বামনডাঙ্গার কুদ্দুস শেখ,আজিবর শেখ, মিজান শেখ এর ঘড় বাড়ি ভাংচুর করে।ডোমরা যুবলীগ সদস্য মোঃ জামির শেখ এর হাত ভেঙে দেয় জামির শেখ এখন খুমেক এ ভতি আছে। এ বিষয়ে চেয়ারম্যান হেলাল এর সাথে তার মুঠোফোন এর নম্বরে যোগাযোগ করা হলে সংযোজন পাওয়া যায়নি। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতিচলছে বলে প্রতিবেদক কে যায়না।