সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : পাবনার সাঁথিয়ায় মঙ্গলবার রাতে চোমরপুর গ্রামের মৃত গহের উদ্দিনের ছেলে বিশিষ্ট কীটনাশক ও সার ব্যবসায়ী আলী আকবার (৫০) এবং একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ঔষধ ব্যবসায়ী ছাচ্ছু (৪৮) কে কুপিয়ে তাদের কাছে থাকা অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে তাদের ব্যবসায়িক কাজকর্ম সেরে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সাঁথিয়া বাজারের অদূরে বোয়াইলমারী গোরোস্থানের কাছে গেলে কলাগাছ ফেলে তাদের গাড়ী থামায়। আগে থেকে ওৎপেতে থাকা ছিনতাইকারীর দল ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাদের ফেলে রেখে চলে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে দু’জনকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়, ছাচ্ছুর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার কাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গত ১০ মার্চ শনিবার সাঁথিয়া বাজারের বিশিষ্ট তেল ব্যবসায়ী রবিউল ইসলাম (৩০) রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে তার গ্রমের বাড়ী বিলমাহিসারচর যাওয়ার পথে দেবকগ্রাম ব্রীজের কাছে গেলে দুর্বৃত্তের একটি দল তাকে গাড়ী থামাতে বলে এবং ধারালো অস্ত্রদিয়ে কোপ ঝারে সে মোটরসাইকেল জোরে টানদিয়ে কোনো রকম বেঁচে যায়। এ ঘটনার পর থেকে সাঁথিয়া বাজারের দোকানদারদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।