সাঁথিয়া(পাবনা)সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমারে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য দেন পাবনা জেলা আ’লীগের সদস্য মোজাম্মেল হক খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, অধ্যাপক আশরাফুল আলম মজনু, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।