অভয়নগর গোপীনাথপুর কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২০-০৫-১৭ - ১৯:২৮

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ অভয়নগর গোপীনাথপুর কল্যাণ সমিতি (ঢাকা) সংগঠনের উদ্যোগে রোববার দুপুরে শতাধিক অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ও এনএসআই এর অতিরিক্তি পরিচালক মোঃ নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপ-পুলিশ কমিশনার (ডিবি) সিএমপি’র এস এম মোস্তাইন হোসেন বিপিএম এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক এ এম জিয়াউল মুকুল, নির্বাহী সদস্য গোলাম রব্বানী, সদস্য মাসুদুর রহমান, এস এম জুয়েল, কে এম জামাল হোসেন, রবিউল ইসলাম, সবুজ হোসেন, রেজোয়ান আলী, রাসেল শেখ প্রমুখ। এ সময় ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২ কেজি পেয়াজ, ১ কেজি লবণ ও ১টি সাবান ১২০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।