খুলনায় ঈগল পরিবহন যাত্রী কাছ থেকে ইয়াবা উদ্ধার : আটক ১

প্রকাশঃ ২০১৮-১২-১৯ - ২২:০২

নিজস্ব প্রতিবেদক : নগরীর শিববাড়ি ঈগল পরিবহন কাউন্টার সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে ১০৫ ইয়াবাসহ আটক করেছেন। আটককৃত ইয়াবা ব্যবসায়ী হচ্ছে মোঃ সজিব শেখ (১৮)। বুধবার (১৯ডিসেম্বর) রাত ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি টিম উক্ত পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে আটক করে। সে ঢাকা থেকে খুলনায় ছেড়ে আসা ঈগল পরিবহনের যাত্রী ছিল।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শিববাড়ি মোড়স্থ ঈগল কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করেন।
পরিদর্শক সাইফুর রহমান রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনে এক যাত্রী ইয়াবা নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে। সেই তথ্য অনুযায়ী সন্ধ্যা থেকে একটি টিম ঈগল পরিবহন কাউন্টারে অবস্থান করি। এ সময় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসাএসি ভলবো ঈগল পরিবহনটি শিববাড়ি মোড়ে যাত্রী নামাচ্ছিলেন। এ সময় যাত্রী মোঃ সেলিম শেখ ওরফে হুমায়ুন এর ছেলে মোঃ সজিব শেখকে চ্যালেঞ্জ করি। তখন সে দৌড়ে পালাতে চেষ্টা করলে তাকে আটক করি। তার শরীর তল্লাশী চালিয়ে ১০৫ ইয়াবা উদ্ধার করা হয়। সে রূপসা রহিমনগর এলাকায় এক বন্ধুর বাসায় বেড়াতে আসছিলো। সে পিরোজপুর জেলা নদ মোল্যা মাঝিবাড়ি এলাকার বাসিন্দা