ঢাকা অফিস : বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস- বিইউপি’র ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর প্রতিবাদের রাজধানীর নর্দ্দা এলাকায় রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ সহপাঠীরা। দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র।
রাজধানীর নর্দ্দা এলাকায় প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে আজ মঙ্গলবার সকালে বিইউপি’র বাসে ওঠার সময় আবরারকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের একটি বাস। এরপর সম্মিলিত সামরিক হাসপাতালের নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,শিক্ষার্থীদের বহনকারী বিইউপির একটি বাস সকালে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে সাতটার দিকে আবরার সেই বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিচার দাবিতে নর্দ্দা এলাকার রাস্তা অবরোধ করে বিইউপি’র শিক্ষার্থীরা। তাদের সঙ্গে প্রথমে এলাকাবাসী, পরে আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেয়। এতে যোগ দেয় আই ইউ বি, নর্থ সাউথ ও এ আই ইউবির শিক্ষার্থীরা।
বাসটির আটক করার কথা জানালেও চলতে থাকে আন্দোলন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে আগুন দেয়। নিরাপদ সড়কের জন্য পরিবহন খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়ি অপসারণসহ আট দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি, সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিলের দাবি জানায়।
চালকের ছবিসহ বায়োডাটা সংরক্ষণ, নির্দিষ্টস্থানে বাস থামানো, বসুন্ধরার আশপাশে ফুটওভার ব্রিজ নির্মান, জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার স্থাপন এবং চালকদের ডোপ টেস্ট করানোর দাবি জানান। শিক্ষার্থীদের দাবির মুখে ঘাতক ওই বাসের রুট পারমিট বাতিল ও অপরাধীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। বাকিদাবিও পর্যায়ক্রমে বাস্তাবায়নের কথা বলেন তিনি।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি মনে করি এটা যৌক্তিক দাবি। এটা নিয়ে আমাদের কাজ করতেই হবে।’
অবরোধে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় সড়ক থেকে সরে গেছেন শিক্ষার্থীরা। আজ সন্ধ্যার ৬টার কিছুক্ষণ আগে বিক্ষোভ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের পক্ষে মাইশা নূর নামে বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৬টায় তারা সড়ক অবরোধ উঠিয়ে নেবেন। বুধবার সকাল ৮টায় আবার সড়কে অবস্থান নেবেন।
এ সময় সহপাঠীদের বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে আসার আহ্বান জানান তিনি।