ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলার গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল অডিটরিয়ামে স্কুল পরিচালনা কমিটির দাতা সদস্য আজাহার আলী মোড়লের সভাপতিত্বে ফলাফল ঘোষনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস। শিক্ষক নীলরতন মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, পরিচালনা কমিটির সদস্য মুজিবার রহমান মোল্যা, নজরুল ইসলাম, হুমায়ুন কবীর মোল্যা, আঃ হাকিম বিশ্বাস, শিক্ষক নুরুল ইসলাম গাজী, কায়েদা আজম, আজাদ হোসেন গাজী, মাসুমা সুলতানা, কেয়া বিশ্বাস, অনুপ বিশ্বাস, উত্তম অধিকারী প্রমুখ।