মণিরামপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ তিনজন করাগারে

প্রকাশঃ ২০২৫-০২-২০ - ২২:০২

যশোর অফিস : যশোরের মণিরামপুরে একটি ভাংচুর ও বিস্ফোরক মামলায় আলোচিত উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ আত্মসমর্পণকারী ৩ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। অপর আসামিরা হলো, জুড়ানিপুর গ্রামের আব্দুল কুদ্দুস ও হাকোবা গ্রামের শওকত আলীর ছেলে আজিম হোসেন। মামলার অভিযোগে জানা গেছে, মণিরামপুর পৌর যুবদলের আহবায়ক হাকোবা গ্রামের মিজানুর রহমানের হাকোবা মোড়ে এমএম পোল্ট্রি এন্ড ফিস ফিরে দোকান আছে। তিনি গত ১০ ফেব্রুয়ারি রাতে ছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে একদল লোক অস্ত্র-সস্ত্র নিয়ে তার দোকানে হামলা করে। এ সময় হামলাকারীরা তাকে হত্যার উদ্দ্যেশে দোকানের মধ্যে দুইটি বোমা নিক্ষেপ ও ভাংচুর করে। এ ঘটনায় মিজানুর রহমান পরদিন আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে আাসমি করে ভাংচুর ও বিস্ফোরক আইনে মণিরামপুর থানায় মামলা করেন। এ মামলায় বাচ্চুসহ অপর তিন আসামি দীর্ঘদিন ধরে পলাকত থেকে পুলিশী গ্রেফতার এড়াতে আদালতে আত্মসর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।