যশোরে কাপড় ব্যবসায়ীর টাকা ছিনতাই

যশোর প্রতিনিধি : যশোরে লক্ষাধিক টাকা চাঁদা দাবিতে এক কাপড় ব্যবসায়ীকে মারপিট ও জীবন নাশের হুমকি দেওয়ার ঘটনায় গতকাল যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
যশোর সদর উপজেলার ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের শেখহাটি গ্রামের ইয়াসিন আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগে জানান, তার একটি কাপড়ের দোকান আছে যশোর কালেক্টর মার্কেটের সামনে। দীর্ঘদিন ধরে চাঁদাবাজ ও সন্ত্রাসী দলের একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে দেখে নেওয়া সহ জীবননাশের হুমকি দেয়। একপর্যায়ে গত ৫মে বেলা দুইটার দিকে শেখহাটির বাসা থেকে মোটরসাইকেল যোগ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় শেখহাটি বাবলাতলা পলিথিন কারখানার সামনে পৌঁছালে, শেখহাটি এলাকার মৃত আবু জেহের এর পুত্র মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মনিরুল ইসলাম (৪৩) ঘুরুলিয়ার সাদ্দাম মোড় এলাকার হাফিজুর রহমানের ছেলে রাসেল (৩৪) সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমার কাছে ১ লক্ষ্য টাকা চাঁদা দাবি ও আমাকে মারপিট করে। আমার মোটরসাইকেল নিয়ে যাবার চেষ্টা করে। ও বলে তোর কোন “বাপ আছে আজ তোকে ঠেকাবে” এসময় আমি ৯৯৯ ফোন করলে আসামিরা আমাকে আরো মারপিট করে আমার পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত চলে যায় এর মধ্যে সংবাদ পেয়ে পুলিশ পৌঁছালে আসামিরা দ্রুত আমার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী আমাকে উদ্ধার ও তাদের সহযোগিতায় আমাকে যশোর হাসপাতালে ভর্তি করে দেয়। আসামিরা যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে চলে যায়। অভিযোগকারী ইসরাইল হোসেন জানান, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গতকাল যশোর কোতোয়ালি থানায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছি।অভিযোগে ইসরাইল হোসেন জানিয়েছেন আসামীরা দীর্ঘদিন ধরে তার কাছে টাকা পয়সা দাবি করে আসছিল। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও মামলা রয়েছে বলে তিনি তার অভিযোগে উল্লেখ করেন। এবিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি এস আই মোঃ ইকরামুল হুদা বলেছেন, ঘটনাটির একটি অভিযোগ আমি পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৮টি মামলার পলাতক আসামি ঢাকায় আটক

যাশোর প্রতিনিধি : র‌্যাব-৬ যশোরের সদস্যরা হত্যা, চাঁদাবাজিসহ ১৮টি মামলার পলাতক আসামি যুবদলের কেন্দ্রীয় নেতা ও রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরীকে আটক করেছে । শুক্রবার রাতে ঢাকার লালবাগ থেকে তাকে আটক করে র‌্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা।যুবদলের কেন্দ্রীয় নেতা রিপন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শহিদুল ইসলাম চৌধুরী নয়নের ছেলে ।
শনিবার (৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-৬ কার্যালয় কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, রিপন চৌধুরী বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, পুলিশের কাজে বাধা, হত্যা, চাঁদাবাজিসহ মোট ১৮টি মামলা রয়েছে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বটিয়াঘাটায় কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন সুরখালী অভিযোজন প্রকল্পের কৃষক সমাবেশ ও মাঠ দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল শুক্রবার বিকাল চারটায় স্থানীয় সুরখালী এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ’র সভাপতিত্বে ও কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলামের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিপিআই এবং আইসিটি ইয়ং পরিচালক কষিবিদ মোঃ রেজাউল করিম, প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপকূলীয় ঝর্ণাধারার সভাপতি মহিদুল ইসলাম শাহীন, বিআরডিবির চেয়ারম্যান এস এম ফরিদ রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে সরদার আব্দুল মান্নান, জীবনানন্দ রায়, আব্দুল হাই খান, কমলেশ বালা, পিন্টু মল্লিক, প্রতাপ বালা, অঞ্জন কুমার বিশ্বাস, নিবেদিতা বাছাড়, শামসুর নাহার, শিউলি বিশ্বাস, ইউপি সদস্য মোঃ আবুল কালাম হাওলাদার, সফলভোগী আলম সরদার। চাষী আলম সরদার প্রায় ২০ বিঘা জমিতে ভুট্টা ও সূর্যমূখীর চাষ করেন। কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতি বিঘা জমিতে ৩০ থেকে ৩৫ মন ভূট্টা উৎপাদন হবে বলে জানিয়েছেন।