ফারুক হোসেন,সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়ায় আফরোজা খাতুন (৩২) নামে এক শিক্ষিকাকে কুপিয়ে গুরুতর আহত করেছে আতিকুল (২৯) নামে এক বখাটে। সে ছেচানিয়া গ্রামের আঃ আলিমের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে সাঁথিয়াÑবেড়া সড়কের ছেচানিয়া ব্রীজের উপর।
জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন দৌলতপুর গ্রামের আঃ রহমানের কণ্যা এক সন্তানের জননী আফরোজা খাতুন ছেচানিয়া মেমোরিয়াল দাখিল মাদ্রাসার শিক্ষকতা করেন। প্রতিদিনের ন্যায় বুধবার সে মাদরাসা ছুটি শেষে অটো ভ্যান যোগে বাড়ি ফেরার পথে সাঁথিয়াÑবেড়া সড়কের ছেচানিয়া ব্রীজের উপর পৌছালে পূর্ব পরিকল্পিতভাবে এলাকার বখাটে আতিকুল ভ্যান থামিয়ে উক্ত শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়ারা গুরুতর আহত অবস্থায় শিক্ষিকাকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। আহত শিক্ষিকার মা ফরিদা বেগম জানায়, তার কণ্যা মাদ্রাসায় যাওয়া আসার পথে দীর্ঘ দিন ধরে ওই বখাটে আফরোজাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি মাদরাসার পরিচালনা কমিটির সভাপতিকে অভিযোগ দেয়ার পরও কোন ফল হয়নি। তার অভিযোগ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ভ্যান ঠেকিয়ে তার মেয়েকে হত্যার উদেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে মাদরাসা কমিটির সভাপতি শাহআলম ও মাদ্রাসার সুপার আব্দুল মতিন সাংবাদিকদের জানান , ঘটনাটি খুবই ঘৃণিত তারা এর উপযুক্ত বিচার দাবি করেন । সাঁথিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাসান ইনাম জানান, বিষয়টি জেনেছি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।